কবিতাঃ "আবার আসছে শাহবাগ"



 আবার আসিবে শাহবাগ,
সেই ৭১ এর কিছু অজানা ইতিহাস নিয়ে।
গত ১৫ টি ডিসেম্বর, কিংবা তারও বেশি বছর অতীত থেকে
যে ইতিহাস আমরা শুনেছি–
আমাদের শুনিয়েছ তুমি যে রক্ত হিম করা ইতিহাস?
তা আবার ফিরে আসবে।

আবার আসছে শাহবাগ,
আমাদের ইসলামের যে জলন্ত প্রদীপ!
তাতে গাঁজার দুর্গন্ধযুক্ত ফু দিয়ে নিভাতে আসছে সে।
আসছে সে মুছে দিতে মুসলিম ইতিহাস,
মুসলিমদের মূলকে।

 আবার এসেছে শাহবাগ,
সুশীল সমাজের ৭১ বন্দনা আর যুদ্ধাপরাধীর বিচারের নাম করে–
যে হত্যাকাণ্ডের এক ইতিহাস রেখে গেলে তুমি আপা?
 তা আবার ফিরে আসছে।

 আমি আমার সন্তানের কোলে মাথা রেখে কিভাবে বলব–
যে আমি ঠেকাতে পারিনি সে খুনিদের মুখের বোল?
যে আমি পরিচ্ছন্ন করতে পারিনি সে ইতিহাস?
আমি কায়েম করতে পারিনি সে মদিনার ইনসাফ?

হায় হায়, এখনও সময় আছে–
লজ্জা থাকলে রুখে দাঁড়াও।
সেই নতুন শাহবাগের বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াও।

তবেই তোমার বংশ বাঁচবে,
বাঁচবে তোমার দেশ, বাঁচবে তোমার দীন–
মুক্ত হবে তোমার ঘরের ফিলিস্তিন।



২৮ রজব, ১৪৪৬ হিজরী।

মন্তব্যসমূহ

Popular Posts

"তাওহীদ– আমার বেঁচে থাকার কারণ"

"রাতের আকাশ ও রবের মহিমা: এক গভীর উপলব্ধি"

"Rat Race" —বিপর্যস্ত আত্মার খোঁজে