কবিতাঃ রাসুলের সান্নিধ্যে
হাবীবে খোদা ইয়া রাসুলুল্লাহ —
আপনার সোহবত,
এ কি আমার ভাগ্যে নেই বলুন?
আপনার রহমত,
ইয়া রব্ব, আমায় দান করুন।
হাবীবে খোদা ইয়া রাসুলুল্লাহ—
জান্নাতে আপনার মহলের পাশে,
একটি ছোট্ট কুঁড়েঘরের আর্জি করে যাই।
আমি জান্নাত চাই, আমি আপনাকে চাই।
হে আমার রব্ব,
রাসুলের মহলের খাদেম হতে দিও আমায়,
জান্নাতে আমি রাসুলকে নয়ন ভরে দেখতে চাই।
আমি আমার মায়েদের স্নেহ পেতে চাই।
আমি জান্নাত চাই, কেবল আপনাকেই চাই।
আমি রাসুলের ইমামতিতে পড়তে চাই ফজর,
মুক্তাদি হিসেবে চাই– ওমর, উসমান ও আবু বকর।
আমি চাই, সালাত শেষে রাসুল ডেকে বলবে–
তোমার জন্য হোক বরকতময় ফজর, বরকতময় ফজর।
আমি চাই আমার মা, খাদিজা আমায় ডাকবে
'হে আমার পুত্র'—
আমি খিলখিল করে মায়ের ডাকে সাড়া দিব।
আমি সালাম দিব আমার মাকে।
মা আয়েশার দারসে বসতে চাই আমি,
অমনোযোগী হলে–
তাঁর বেতের বাড়ি খেতে চাই।
কষ্ট হবে না সে প্রহারে,
শুধু আহ্লাদ, শুধু আহ্লাদ আর আহ্লাদ।
আমি মস্তিষ্কে শুধু একটি সুভাষ চাই,
রাসুলের ঘাম মোবারক যার উপাদান।
সারা জান্নাত সুভাষিত হবে, কস্তুরিতে–
যাতে আছে রাসুলের প্রিয় ঘ্রাণ।
পথে পথে ভুল করব আমি,
মুচকি হেসে শুধরাবেন তিনি।
আমি করব সেই একই ভুল বারেবার
দেখব যে রাসুলের হাসি ,
কেবল এই উদ্দেশ্য আমার।
১৪ রজব, ১৪৪৬ হিজরী।
অসাধারণ লেখনি। আবেগ ও ভাবনার দারুণ মেলবন্ধন......
উত্তরমুছুনআহ।মনে হচ্ছে যেন আমার মনের আলাপই আপনি করছেন। বিশেষত ভালো লেগেছে মা আয়েশা রাঃ এর দারসে বসার আগ্রহের যে লাইনগুলো......
উত্তরমুছুন