কবিতাঃ "ওগো প্রিয়া"

 


ওগো প্রিয়া, 
আমার মনে, আনমনে, 
                               তুমি থাকবে কি?
আমার হিয়া 
                         জুড়ে; এক কোণে একাকি 
তুমি রইবে কি?

আমি সায়রের তীরে দাঁড়িয়ে, 
             হাতটা পিছনে বেঁধে 
         তাকিয়ে থাকি ডুবন্ত রবির দিকে; 
                   এই তুমি আসবে বলে, এই এই!
আসো নি তুমি, 
ভালোবাসা কি আজ হয়েছে ফিকে? 

আমি অমানিশায় চাঁদকে ডাকি–
উঁকি দাও তুমি গগন চিরে,
আধারের কাছে জানতে চাই–
                                 প্রিয়া কি ফিরবে আমার নীড়ে? 
আধার আমায় বলে–
                       তুই কি আমায় দেখিস নি?
আমি কি কখনো গিয়েছি সায়রের তীরে?

আমি একা বসে চাঁদনি রাতে 
হাসনাহেনা ফুলকে আদর করি,
তাকে সকাল হলে খাইয়ে দিই
আবার আমি দুঃখ নিয়ে ফিরি। 

আমার দুঃখ, কাটবে কবে?
জানতে চেয়ে আর্জি করে রোদ;
তা তো আমার প্রিয়াই জানে 
তার কবে নাগাদ হবে সুবোধ?  

ওগো প্রিয়া,
আরও একটি  ভোর সকালে, 
শিশিরভেজা ঘাস মাড়িয়ে হাটবো চলো!
তোমার হাতটা ধরে সজাগ বসে 
দেখব রাতের স্বপ্নগুলো।  

ওগো প্রিয়া, 
তুমি একবার, শুধু একবার বল
                           আসবে ফিরে;
আঁধার কাটিয়ে আসবে আলো
নীল সায়রের সবুজ তীরে। 

কাকতাড়ুয়া হাসবে হাসি
ঝরবে বারিধারা, 
আমি তবে হব সেদিন 
খুশিতে আত্মহারা। 

ওগো প্রিয়া, 
ওগো প্রিয়া। 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

Popular Posts

"তাওহীদ– আমার বেঁচে থাকার কারণ"

"রাতের আকাশ ও রবের মহিমা: এক গভীর উপলব্ধি"

"Rat Race" —বিপর্যস্ত আত্মার খোঁজে