About Me



Welcome to my blog! I’m Samiour Rahman Pradhan, an Islamic activist, writer, and poet. Through my words, I seek to explore faith, philosophy, and the world around us—whether in the depths of Sharia law, the beauty of poetry, or reflections on life’s journeys.

Writing is more than just expression for me; it is a means of reform, intellectual pursuit, and spiritual connection. My poetry often stems from personal experiences, capturing the emotions of the moment, while my research and articles aim to shed light on Islamic thought and contemporary issues.

This blog is my space to share ideas, challenge perspectives, and engage in meaningful discussions. Whether you’re here for poetry, research, or reflections, I hope you find inspiration in these words.

Feel free to connect, share your thoughts, and be part of the conversation!




 স্বাগতম আমার ব্লগে! আমি সামিউর রহমান প্রধান, একজন ইসলামী এক্টিভিস্ট, লেখক ও কবি। আমার লেখার মাধ্যমে আমি বিশ্বাস, দর্শন এবং আমাদের চারপাশের বিশ্বকে অনুসন্ধান করতে চাই—শরিয়াহ আইন, কবিতার সৌন্দর্য কিংবা জীবনের অভিজ্ঞতা নিয়ে ভাবনা-চিন্তা হোক না কেন।

লেখালেখি আমার জন্য শুধু প্রকাশের মাধ্যম নয়; এটি সংস্কার, বুদ্ধিবৃত্তিক অন্বেষণ এবং আত্মিক সংযোগের একটি পথ। আমার কবিতা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে উৎসারিত, যা মুহূর্তের আবেগকে ধরে রাখে, আর আমার গবেষণা ও প্রবন্ধ ইসলামী চিন্তাধারা ও সমসাময়িক বিষয়গুলোকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।

এই ব্লগটি আমার চিন্তাগুলো শেয়ার করার, দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করার এবং অর্থবহ আলোচনার একটি মাধ্যম। আপনি যদি কবিতা, গবেষণা বা জীবন নিয়ে ভাবনাচিন্তা ভালোবাসেন, আশা করি এখানে আপনার জন্য কিছু না কিছু খুঁজে পাবেন।

আলোচনায় অংশ নিন, মতামত শেয়ার করুন, এবং চিন্তার জগতে একসঙ্গে পথ চলুন!

মন্তব্যসমূহ

Popular Posts

"তাওহীদ– আমার বেঁচে থাকার কারণ"

"রাতের আকাশ ও রবের মহিমা: এক গভীর উপলব্ধি"

"Rat Race" —বিপর্যস্ত আত্মার খোঁজে