সিন: আওয়ামী জাহেলিয়াতের পরবর্তী বাংলাদেশ

দেশের পরিস্থিতি স্বাভাবিক হোক এ কি পতিত খুনির দল আওয়ামী লীগের কর্মীরা চায়? তারা কি দেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কোনো প্রকার সাহায্য করছে? এত বড় বড় গণহত্যার দায় নিয়ে ক্ষমা চেয়ে চুপ থাকছে? নাকি এখনও তারা খুনি হাসিনা দেশে এসে ক্ষমতা উদ্ধার করবে এ আশায় বসে আছে?

 এখনও পতিত মুজিববাদি ধর্মের অনুসারীরা দেশের পরিস্থিতি উত্তপ্ত করতে আদা জল খেয়ে মাঠে আছে। এখনও তারা এক ফোটাও লজ্জিত না। এখনও তারা অনুতপ্ত না। তাদের দূরসম্পর্কের আত্মীয়দের খুন যে তাদের ধর্মের ব্যনারেই হইছে এ তারা এখনও মেনে নিচ্ছে না।

 আবার আছে বৃহৎ আরেকটি রাজনৈতিক দলের কন্ট্রোল হারানো কর্মীদের বিশৃঙ্খলা। প্রশাসনে লুকিয়ে থাকা মুজিববাদি ধর্মের অনুসারীদের গেঞ্জাম। সব মিলিয়ে আছে আমার দেশ।

তবে একথা বলতেই হয়, আগের চেয়ে ভালো ও স্বাধীন আছে দেশের মানুষ। আগে তো চোখ বন্ধ কইরা থাকা লাগছে তাই মানুষের চোখে পড়ে নাই। এখন মানুষ চোখ খুইলা দেখা শিখছে, মুখ খুইলা বলা শিখছে, হাত তুইলা প্রতিবাদ করা শিখছে।
দেশ একদিন হাসবে। এই আশায় আছি অবশ্যই। তবে এই হাসির মাধ্যম যে একমাত্র "ইসলামি শারিয়াহ" এই জিনিসটা জনগণ যত দ্রুত বুঝবে, ততই মানবজাতির মঙ্গল।


২৭ই রজব, ১৪৪৬ হিজরী।

মন্তব্যসমূহ

  1. শেষ লেখাটির গুরুত্ব অপরিসীম বর্তমান প্রেক্ষাপটে....

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. সাধারণ মানুষ যতদ্রুত তা বুঝবে ততই ভোগান্তি কমবে মানবজাতির।

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

Popular Posts

"তাওহীদ– আমার বেঁচে থাকার কারণ"

"রাতের আকাশ ও রবের মহিমা: এক গভীর উপলব্ধি"

"Rat Race" —বিপর্যস্ত আত্মার খোঁজে