"বিরতি"


কলমে বিরতি দিচ্ছি। কলমের ধার বাড়াতে হলে লেখার চেয়ে বেশি পড়া দরকার। তাই পড়ায় বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করব। পড়া গুলো ইফেক্টিভ হয় সে চেষ্টাও থাকবে। জীবনের কিছু লক্ষ্য আল্লাহ তা'আলা যেন পূরণ করে দেন—দুয়া করবেন একটু?

দুয়া করবেন প্লিজ! এতে তো আপনার কোনো ক্ষতি নেই, বরং লাভই হবে। আমার জন্য করা দুয়াটা আপনার জন্য আগে কবুল হবে, তারপর আমার জন্য। তাই এই লেখাটা পড়ার সময়ও একটু দুয়া করে ফেলুন।

আজ তবে যাই। হয়তো আবার ফিরে আসব কোনো গল্প নিয়ে। আর না-হয় হারিয়ে যাব কোনো গল্প হয়ে…..


২৭ শাবান, ১৪৪৬
২৭ ফেব্রুয়ারী, ২০২৫

মন্তব্যসমূহ

Popular Posts

"তাওহীদ– আমার বেঁচে থাকার কারণ"

"রাতের আকাশ ও রবের মহিমা: এক গভীর উপলব্ধি"

"Rat Race" —বিপর্যস্ত আত্মার খোঁজে